বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

করোনার প্রথম টিকা নিলেন ৯০ বছর বয়সী দাদি

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১২-০৮ ১১:৫৪:০৯  

ব্রিটেনে ৯০ বছর বয়সী এক দাদিকে প্রথম ব্যক্তি হিসেবে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে মঙ্গলবার দেশটির ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।

মধ্য ইংল্যান্ডের কোভেন্ট্রির বাসিন্দা মার্গারেট কিনানকে এই ঐতিহাসিক টিকাদান করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের গতি লাগামহীন হয়ে পড়েছে, প্রতিদিন লাখো মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগী উপচে পড়ছে, হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন।

সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে নতুন করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। যার ফলে রাজ্যের চার কোটি বাসিন্দার প্রায় ৮৫ শতাংশকে বাড়িতে অবস্থান করতে হবে।

আগামী অন্তত তিন সপ্তাহ এই লকডাউন জারি থাকবে। অর্থাৎ, ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের এবার বড়দিনের ছুটি বাড়িতে বসেই কাটাতে হবে।

নতুন করে জারি করা লকডাউনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। বাড়ির বাইরের অন্য কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা