বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে ৬ নারী মাদক ব্যবসায়ীর আত্নসমর্পণ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১২-০৩ ২৩:৩০:৩৩  

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া মাদকখ্যাত পোড়া ভিটা এলাকার ৬ নারী মাদক ব্যবসায়ী বৃহস্পতিবার (৩ নভেম্বর) গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে আত্নসমর্পণ করেছে।
আত্নসমর্পণকারীরা হলো, সাহানাজ বেগম (৩৮) স্বামী সোবহান শেখ, লাইলী বেগম (২৮) স্বামী ইব্রাহিম প্রামানিক, সাথী আক্তার (৪০) পিতা জামাল বিশ্বাস, রোজিনা (৫০) স্বামী কাজী আরিফ, বেবি খাতুন (৫৫) স্বামী আজমল শেখ, রহিমা খাতুন (৬৫) স্বামী মিজানুর রহমান। এদের সবার বাড়ী দৌলতদিয়া পোড়া ভিটা এলাকায়। এরা অধিকাংশ ভাড়া বাড়িতে থেকে হেরোইন, ইয়াবা, গাঁজার মতো মাদক ব্যবসা করতো। তবে গ্রামের বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, দৌলতদিয়া পোড়াভিটা নিয়ে অনেক বদনাম রয়েছে। অধিকাংশ বাসিন্দা মাদক ব্যবসার সাথে জড়িত। আমি ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর পিপিএম স্যারের নির্দেশক্রমে পোড়াভিটা এলাকাকে মাদকমুক্ত করতে কয়েকদিন সেখানে অভিযান চালিয়েছি। বৃহস্পতিবার বিকেলে ফের অভিযানকালে তাদেরকে আত্মসমর্পনের সুযোগ দেয়া হয়। পরে ৬জন চিহিৃত মাদক ব্যবসায়ী আর মাদক ব্যবসা করবে না মর্মে মুচলেকা দিয়ে অঙ্গিকার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় জামিনে রয়েছেন। এসময় ইয়াবা আর গাজা সহ বেশ কয়েক প্রকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা