বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজার পৌরসভায় জন্মনিবন্ধন সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১২-০১ ২১:৩৯:৩১  

কক্সবাজার পৌরসভায় দীর্ঘ তিন বছরেরও বেশী সময় জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকার পর মঙ্গলবার ১ডিসেম্বর থেকে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এদিন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান তাঁর নিজের স্বাক্ষর করা জন্ম নিবন্ধন সনদ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ওমর ছিদ্দিক লালু, ইয়াছমিন আকতার, জাহেদা আকতার, সেবা গ্রহনকারী পৌর নাগরিক সহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর থেকে মিয়ানমারে নির্যাতিত লক্ষ লক্ষ রোহিঙ্গা শরনার্থী সীমান্ত দিয়ে এদেশে প্রবেশের পর সরকার কক্সবাজার ও তিনটি পার্বত্য জেলায় সাময়িকভাবে জন্ম নিবন্ধন বন্ধ করে দেয়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা