বাংলাদেশ, , শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

ডিবি পুলিশের হাতে ছিনতাইকারী আটক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১১-২৭ ০১:৫৪:৫৬  

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরে তিন মামলার পলাতক আসামী ও পেশাদার এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী।

গ্রেপ্তার মো. রায়হান (২৫) প্রকাশ ছোট্টো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মো. রায়হান একজন পেশাদার ছিনতাইকারি। তার বিরুদ্ধে ছিনতাইসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় ৩ টির বেশি মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ আলী বলেন, বুধবার মধ্যরাতে ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকায় বিভিন্ন মামলার পলাতক আসামী মো. রায়হান অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ তার বাসায় অবস্থানকালে তাকে গ্রেপ্তার করেছে।

মো. রায়হানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১ টি অস্ত্র, ১ টি নারী নির্যাতন ও ১ টি দ্রুত বিচার আইনসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য।

গ্রেপ্তার যুবককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি ওসি মোহাম্মদ আলী।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা