জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কক্সবাজার জেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দ ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ (১৮/১১/২০২০ ইং) বিকাল ৫ ঘটিকার সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম।

নেতাকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসাইন, সাজ্জাদুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান হিরু, গাজী নাজমুল হক।

জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মঈন উদ্দীন জনি, সাহিত্য বিষয়ক সম্পাদক এরফানুল হক হিমু, সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক আবুকাশেম আবু, সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদি হাসান মুন্না, সাবেক সদস্য রাজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌর ছাত্রলীগ সভাপতি হাসান ইকবাল রিপন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কক্সবাজার সিটি কলেজ ক্যাম্পাস ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগ নেতা হাসান তারেক, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হাসান মিথুন, কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রুবেল, আইন বিষয়ক সম্পাদক ওয়াসিম সিকদার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল মনিরুল হক মনির, কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী ছাত্রলীগের আহ্বায়ক তানভির আহনাফ রিয়াদসহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে কক্সবাজার জেলা থেকে আগত ছাত্রলীগের বিভিন্ন ইউনিট ও ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা ছাত্রলীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের ১৪ সদস্যের এই কমিটি অনুমোদন দেন।