বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

অশুভ শক্তির বিনাশই দুর্গোৎসবের বৈশিষ্ট্য-জেলা প্রশাসক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১০-২৫ ২৩:৪৩:০৯  

সিয়াম সোহেলঃ

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। মনে রাখতে হবে অশুভ শক্তির বিনাশ ও সত্যের আরাধনাই দুর্গোৎসবের বৈশিষ্ট্য।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের সরস্বতি বাড়ি ও , বঙ্গপাহাড়, জলদাশ পাড়া, গোলদিঘি পাড়ের ইন্দ্রসেন দূর্গা বাড়িসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্যকালে এ কথা বলেন।

জেলা পূজা উদযাপন পরিষদের উপসভাপতি অ্যাড. রণজিত দাশ ও সাধারণ সম্পাদক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে এবারের দুর্গাপূজা জেলাব্যাপী পূজা অর্চনা করা হচ্ছে। মায়ের কাছে প্রার্থনা বাংলাদেশসহ সারা বিশ্ব যেন করোনামুক্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়, জেলা প্রশাসকের সহধর্মীনি গুলশান কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার মুক্তার, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাবেক সাধারণ সম্পাদক সরস্বতি বাড়ি পরিচালনা কমিটির ট্রাস্টি অ্যাড. তাপস রক্ষিত, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, বিপুল সেন, যুগ্ন সাধারণ সম্পাদক সরূপম পাল পাঞ্জু, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বলরাম দাশ অনুপম, ইন্দ্রসেন দুর্গাবাড়ির সভাপতি বাবন দাশ, সাধারণ সম্পাদক মান্না পাল, শুভ দাশ, বাপ্পা সেন, ইন্দ্রসেন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দে, সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী ও অর্থ সম্পাদক রনি ভট্টাচার্য্য।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা