বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১০-২৪ ১৪:০৪:২১  

রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রিবাহী পরিবহন রয়েছে ৭০টি, ছোট গাড়ি (প্রাইভেটকার) সরাসরি ফেরিতে উঠছে, গোয়ালন্দ মোড় থেকে গোয়ালন্দ ঘাটের প্রবেশ মুখ পর্যন্ত তিন শতাধিকেরও বেশি পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় আছে। নদীতে প্রচন্ড স্রোত থাকায় ব্যহত হচ্ছে ফেরিচলাচল। ফলে দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের সারি নিয়ন্ত্রণে রাখতে তিন শতাধিকের বেশি পণ্যবাহী ট্রাক গোয়ালন্দ সংযোগ সড়ক ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে আটকে রাখা হয়েছে।
শনিবার (২৪) অক্টোবর সকাল এগারোটার দিকে বাংলাদেশ পেপারকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া সার্কেল। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া – পাটুরিয়া সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বাংলাদেশ পেপারকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে তীব্র স্রোত ও বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাটে কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে আছে।

পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা