বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ধর্ষনের প্রতিবাদে পিএমখালীতে “YASID” এর মানবন্ধন।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১০-১৪ ১২:১৩:৩১  

বার্তা পরিবেশকঃ

দেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচি পালন করছে। কক্সবাজারে ইয়ুথদের গড়ে তোলা সংগঠন ইয়াসিদ( YASID)। তারই অংশ হিসেবে ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় পিএমখালী মুহসিনিয়া পাড়ার সামনে সংগঠনটির একটি অংশ মানববন্ধন করেছে। এতে অর্ধ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

মানবন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসতা হয়েছে। পথে-ঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কোভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে।

দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংস ঘটনা ঘটায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান তারা। বর্তমানে সময়ে ধর্ষন আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন মহল। একই সাথে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবিও জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন,( YASID) এর নির্বাহী পরিচালক কায়সার হামিদ। তিনি বলেন সারাদেশে ধর্ষন সহ নানান সমস্যা গুলো সবসময় শহরমুখী হওয়াতে গ্রামের সাধারণ মানুষ এসব বিষয়ে তেমন সচেতন নয়। যার কারনে গ্রামেগঞ্জে এসব সহিংসতার প্রভাব বেশি। তাই আমি ও আমার সংগঠনের সেচ্ছাসেবকরা গ্রামিন জনপদে এসব উঠান বেঠন, ইয়ুথদের মধ্যে সচেতনাবৃদ্ধি সহ নানান কর্মসূচি পালন করে এসেছি এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে। মোঃ হাসান এর তত্ববধানে উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন (YASID) সেচ্ছাসেবী মোঃ হোসেন, মঈন উদ্দিন, নাসির উদ্দিন, আরফাতুর রহমান মুরাদ,জিল্লুর রহমান সাগর, সাইফুর রহমান,এস এম হোজাইফা, জয়নাল, সোহেল আহমেদ, মহি উদ্দিন, শিহাব প্রমুখ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা