বাংলাদেশ, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

সে একজন অসাধারণ মেধাবী খেলোয়াড়

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১০-১১ ০৯:২৯:৩০  

ডেস্ক নিউজঃ

বার্সেলোনা বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তে চরম হতাশ ঐতিহ্যবাহী ক্লাবটির সাবেক তারকা ফুটবলার রিভালদো।

২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছাড়ার পর ১০ কোটি ৩০ লাখ ইউরোয় ক্লাবটিতে যোগ দেন দেম্বেলে। বার্সায় যোগ দেয়ার পরই চোটাক্রান্ত হয়ে পড়েন তিনি। চোটের কারণে মাঠের বাইরে কাটিয়েছেন অধিকাংশ সময়। তার ভবিষ্যৎ নিয়ে তাই শঙ্কিত ক্লাবটির সাবেক তারকা ফুটবলার রিভালদো।

ফরাসি ফরোয়ার্ড দেম্বেলের পেশাদারিত্ব নিয়ে রিভালদো বলেছেন, সে ধারাবাহিকভাবে চোটে পড়ে, অনুশীলন সেশনে দেরিতে আসে। তার আরও পেশাদার হওয়া উচিত। যদি সে তার কাজটা করত, নিয়মিত খেলত, তাহলে বার্সেলোনায় থাকার সব অধিকার তার ছিল; কিন্তু সেটা হয়নি।

রিভালদো আরও বলেছেন, দেম্বেলের সঙ্গে চুক্তি করতে বার্সেলোনা যেভাবে চেষ্টা করেছিল, তার প্রতিদান সে দিতে পারেনি। দেম্বেলেকে ক্লাবে আনতে বার্সাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডে সে যা করেছিল, বার্সেলোনায় তার সামান্য পরিমাণও দেখাতে পারেনি।

তিনি আরও বলেছেন, বার্সেলোনার যে দল আছে তারা অনেক ম্যাচে প্রতিপক্ষ দলের চেয়ে এগিয়ে থাকবে। কিন্তু সুয়ারেজের জায়গা পূরণে একজন নতুন স্ট্রাইকারকে কিনতে বার্সেলোনার আরও বেশি প্রচেষ্টা থাকা উচিত ছিল।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা