বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ফেনীতে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১০-১১ ০৯:২০:১২  

ডেস্ক নিউজঃ

ফেনীর সদর উপজেলায় ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

রোববার ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বাসের কয়েকজন যাত্রী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে কুমিল্লার নুর জাহান হোটেলে যাত্রা বিরতির পর ফের ছেড়ে যায়। ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

উদ্ধার অভিযান চলছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে থানার এসআই তসলিম উদ্দিন জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা