বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১০-১০ ২৩:৫৫:০৯  

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন চট্টগ্রামের  সাধারণ ছাত্রসমাজের।

সাজ্জাদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে, মোহাম্মদ আরিফের সঞ্চালনায় দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম জামালখান চত্বরে চট্টগ্রাম সাধারণ ছাত্রসমাজ মানববন্ধন কর্মসূচি পালিত করে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শ্লীলতাহানি ধর্ষণচেষ্টা ও নির্যাতন, লক্ষীপুরের রামগতিতে বিধবা নারীকে গণধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজের ছাত্রীকে ধর্ষণ, সিলেটের এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ, চট্টগ্রামের চান্দগাওতে গৃহবধূকে ধর্ষণ, সাভারে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে,নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিকেল ৪ঘটিকায় জামালখান চত্বরে চট্টগ্রাম সাধারণ ছাত্রসমাজ মানববন্ধন কর্মসূচি করেছে।

উক্ত মানববন্ধনে বক্তরা বলেন,

দেশে দিনের পর দিন সামাজিক নৈতিকতার অবক্ষয় হচ্ছে।ধর্ষণের বিরুদ্ধে আমাদের যেমন রাজপথে আন্দোলন করা প্রয়োজন, সামাজিকভাবেও আমাদের ধর্ষণের বিপক্ষেও আওয়াজ তুলতে হবে।যারা ধর্ষণ করে এবং এঘৃণ্য কাজে সহযোগিতা করে তাদেরকে সমাজ থেকে বয়কটের পাশাপাশি আইন আদালতে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।

উক্ত মানববন্ধনে একাত্মতা পোষণ করেছেন নগর ছাত্রলীগের উপসম্পাদক মিজানুর রহমান, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহাদাত সালাম শাওন,শাহাজাদা চৌধুরী,মিনহাজুল ইসলাম,ইয়াছিন আরাফাত মুন্না,মোঃ তসলিম চৌধুরী, নিশান চৌধুরী, শাকিল মাহমুদ, সাফায়ত উল্লাহ,সাফায়েত সামিন,জনায়েদ হাবীব,মুশফিকুর হায়দার, জামশেদ,যুবরাজ,নাহিদুল,রাহাত খান,ওসমান উদ্দীন,হিজ্জত উল্লাহ,মির আরেফীন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা