গেইল বিহীন সিরিজে উইন্ডিজের ট্রফি হাতছাড়া

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইচ্ছে করেই খেলেননি ক্রিস গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এ ব্যাটিং দাবন না খেলায় সুবিধাই হয়েছে বিরাট কোহলিদের জন্য। গেইল বিহীন সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিজেদের করে নিল ভারত।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে ২১ রানের জয় পায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্টারাল বোর্ড রিজোনাল পার্ক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করে ভরত। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার রোহিত শর্মা। তার ইনিংসটি ৫১ বলে ছয়টি চার ও ৩ছক্কায় সাজানো। এছাড়া ১৩ বলে ২০ রান করেন করুনাল পান্ডিয়া। ২৮ রান করেন কোহলি। ২৩ রান করেন শিখর ধাওয়ান।

বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ১৫.৩ ওভারে ১২১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানে দুই ওপেনার এভিন লুইস ও সুনিল নারিনের উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে যায় ক্যারিবীয়রা। তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান রোভম্যান পাওয়েল ও নিকোলাস পুরান।

এরপর আবারও ব্যাটিং বিপর্যয়। ৩৪ বলে মাত্র ১৯ রান করে ফেরেন নিকোলাস পুরান। তার বিদায়ের ঠিক এক রানের ব্যবধানে ফেরেন অনবদ্য ব্যাটিং করে যাওয়া রোভম্যান পাওয়েল। তার ৩৪ বলে গড়া ৫৪ রানের ইনিংসে হারের ব্যবধান কমানো সম্ভব হলেও পরাজয় এড়ানো সম্ভব হয়নি।