বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

হাজারো স্মৃতি

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৮-০৩ ০৫:২৯:৪৮  

একদিন ঠিকই চলে যাব,
চলে যাব হাজারো স্মৃতি বুনিয়ে।
চলে যাব বসূধার মায়া ত্যাগ করে,
চলে যাব দীর্ঘ পথ অতিক্রম করে।

চলে যাওয়ার সে ভোরে আর কখনোই ঘুম ভাঙ্গিবে না,
সেদিন আর কখনো প্রতি ভোরে মুগ্ধ করিবে না,
আর কেউ কখনো আমার দ্বারা বিরক্ত হবে না,
আর কখনো বৈকালিক সৌন্দর্য মুগ্ধ করিবেনা,
আর কখনো সৃষ্টিকর্তার পদতলে নিহিত হওয়া যাবে না,
হয়তো বা আর,
কখনো কঠিন কিছু শুনে হৃদকষ্ট পোহাতে হবে না।

কিছুদিন পূর্বেই সূচিত হয়েছিল মোর জীবন,
দিনের পর দিন এমনেতেই চলে যায়,
এখন চলে যেতে হবে আমায়।

আমি দূরের কেহ নয় ভাই,
আমি সেই তুমাদের এক বিরক্তের কারণ,
হাসিমুখে অনেক কষ্ট করেছিলাম ধারণ।

হয়তো এভাবেই চলে যাব একদিন,
পৃথিবী হতে, যা চির রঙিন।

হয়তো দিতে পারিনি তোমাদের ভালোবাসা,
কিন্তু রেখেছিলাম তোমাদের প্রতি ভালোবাসা।

হয়তো ছিল এতটুকু মোর আয়ু,
প্রশ্বাসে আর কখনোই প্রবেশ করিবেনা বায়ু।

চলে যাব,
কিন্তু করছি তোমাদের কাছ হতে আশা,
পারিলে করে দিও আমায় ক্ষমা।

একদিন থাকতে হবে
সাড়ে তিন হাত মাটির ঘরে।

সেদিন হয়তো সব ভুলে যাব,
কিন্তু ভুলিতে পারিব না এই জাহানের দেওয়া ভালোবাসা,
রেখে দিব সেসব ভালোবাসা হৃদ মাঝারে।

এভাবের একদিন ঠিকই চলে যাব,
এভাবে করুণভাবে,
দুনিয়ার মায়া ত্যাগ করে।


নামঃ- ত্বকী ফারদীন চৌধুরী
শ্রেনীঃ- নবম শাখাঃ- ঘ
বিভাগঃ- বিজ্ঞান

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা