বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় গ্রেফতার ৩

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৯-১৯ ২২:৫০:৪৭  

বগুড়া,প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি ঘাট এলাকায় এ ঘটনায় বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ও চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার বালু উত্তোলনকারীরা হলেন- ধুনট উপজেলার শহরাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৫৫), সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি গ্রামের ইব্রাহীম প্রামাণিকের ছেলে মিঠু মিয়া (৫৩) ও আওলাকান্দি কালিয়ান গ্রামের তালেব আলী আকন্দের ছেলে জুবায়ের হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। শনিবার সকালে বোহাইল ইউনিয়নে যমুনা নদীর আওলাকান্দি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম, মিঠু মিয়া ও জুবায়ের হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত চারটি নৌকা ও চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় নৌকা ও ড্রেজার মেশিনের চার মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা