বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বন্দরে মাদকসহ নাসিক কাউন্সিলর গ্রেফতার

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৮-০২ ১৩:৪১:৫৭  

হাছিব হোছাইনঃ

ফেনসিডিলসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ গুদারাঘাট থেকে দুলাল প্রধানসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান নাসিকের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

গ্রেফতারকৃত অন্যরা হচ্ছেন- কামাল হাসান (৪৭), তানভীর আহম্মেদ সোহেল (৪১), মনির হোসেন (৫০),মো.মজিবর রহমান (৫২)।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে,মাইক্রোবাসে মাদকবহনের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের এসআই মো. আবদুল জলিল মাতুব্বর,এসআই খোকন চন্দ্র সরকার,এএসআই আমিনুল ইসলাম নবীগঞ্জ খেয়াঘাটে অবস্থান নেন।

রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ ফেরিঘাটে একটি সাদা রংয়ের গাড়ি তল্লাশি করে যাত্রী এবং গাড়ির ভিতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক বিক্রির ৩২ হাজার টাকা উদ্ধার করে।শুক্রবার গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।অপরাধী যেই হোক না কেন,অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা