বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর নোবেলের ২০ কোটি টাকা জব্দ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৯-০১ ২৩:১১:১১  

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেলের ২০ কোটি টাকা জব্দ করেছে দুদক।
কক্সবাজারের চারটি ব্যাংকে তার একাউন্ট  থেকে এসব  টাকা জব্দ করেছে দুদক।
আজ মঙ্গলবার (১ সেপ্টম্বর) টাকাগুলো জব্দ করা হয়। দুদকের চট্টগ্রাম অঞ্চলের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে জাবেদ কায়সার নোবেলসহ আরো ১০ জনের ব্যাংক হিসাব অনুসন্ধান করেছে দুদকে।

অনুসন্ধানে জাবেদ কায়সারনোবেলের নামীয় বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক কক্সবাজার শাখায় ২০ কোটির বেশি টাকার সন্ধান পাওয়া যায়। ভূমি অধিগ্রহণ শাখায় কথিত মধ্যস্থতার (দালালি) নামে অবৈধ উপায়ে এসব টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তাই নোবেলের নামীয় এসব ব্যাংক হিসাব জব্দ বা টাকাগুলো জব্দ দেখানো হয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা