বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

নন্দিনী (কবিতা)

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৮-২৮ ২৩:৪৮:২৩  

  নন্দিনী তোমাকে আজও ভুলিনি…

তোমাকে ভালবেসে আসছি ধরনীর সৃষ্টি থেকে…
ভালবেসে যাবো পৃথিবী ধ্বংসের পরেও!

তোমাকে দেখেছি রঙছড়ানো ফুলে ফুলে!

তোমাকে দেখেছি বারিধির কল্লোলে!

নন্দিনী
কি হয়েছে তোমার?
কেনো বিমর্ষ হচ্ছো তুমি?
ঐ ঘাতক ব্রেন টিউমার
বার বার শাসাচ্ছে তোমায়?
তাতে কি হয়েছে!
তুমি তো তিনবার পরাভূত করেছো তাকে!
অদম্য লড়াকু তুমি নন্দিনী
এবারও বিজয়ী হবে তুমি!
বিজয়ীনীর বেশে ফিরবে তুমি
এই ঘাতককে পরাজিত করে।

নন্দিনী
তুমি তো কারো ক্ষতি করো নি
তবে কেনো তোমার প্রতি
বিরূপ হবেন জগতমাতা ধরনী!

নন্দিনী
তোমার কিছুই হয়নি
সাত সমুদ্র তের নদীর ওপারে
তুমিই হবে বিজয়ীনী!


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা