বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জামিন পেয়ে কারাগার থেকে বের হলেন শিপ্রা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৮-০৯ ১৮:৩১:৫১  

বলরাম দাশ অনুপম :
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর চেকপোষ্টে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মোঃ রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথ জামিনে মুক্তি পেয়েছেন। জামিনের কাগজপত্র পৌঁছানোর পর রবিবার বিকেল ৩টার দিকে শিপ্রা দেবনাথ কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন।

এর আগে রবিবার (৯ আগষ্ট) দুপুরে রামু থানায় দায়েরকৃত মামলায় শিপ্রার জামিন আবেদন মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন। শিপ্রা দেবনাথের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায় এবং সে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী। সে সুবাদে মা-বাবা নিয়ে ঢাকার রামপুরা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে শিপ্রা দেবনাথ। উল্লেখ্য-গত ১ আগষ্ট হিমছড়ি পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম বাদী রামু থানায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে মামলাটি করেছিলেন। যার রামু থানার মামলা নং-৩১১/২০ইং। অন্যদিকে একই দিন নিহত মেজর সিনহা মোঃ রাশেদের আরেক সহযোগি রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন আগামীকাল (সোমবার) ধার্য্য করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (টেকনাফ-৩) এর বিচারক তামান্না ফারাহ্। বিষয়টি নিশ্চিত করে সিফাতের আইনজীবি মাহবুবুল আলম টিপু জানান-পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় রবিবার জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিনের জন্য আগামীকাল (সোমবার) দিন ধার্য্য করেছেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা