সাকিব কি শ্রীলংকায় যাচ্ছেন?

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

হাছিব হোছাইনঃ

বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। আশা ছিল শ্রীলংকা সিরিজে ভালো কিছু করার। কিন্তু কলম্বো সফরে বিশ্বকাপের চেয়েও বাজে পারফরম্যান্স করছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে ট্রফি হাতছাড়া করেছে বাংলাদেশ।

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ছুটি থেকে ফেরা সাকিব আল হাসানকে দলে ফেরানোর গুঞ্জন চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিশ্বকাপ শেষে ইউরোপ-আমেরিকা ঘুরে দেশে ফেরা সাকিবকে শ্রীলংকায় পাঠানোর চিন্তাভাবনা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। আগামী ৩১ এপ্রিল সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে খেলতে সাকিবকে কলম্বোয় পাঠাতে চান তারা।

একটি সূত্রে জানা যায়, বিসিবির প্রধান নির্বাচক ও বোর্ড পরিচালকদের একজন এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে কর্মকর্তারা আলোচনা করছেন।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন সাকিব। ব্যাট হাতে আট ম্যাচে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ৬০৬ রান করা সাকিব বল হাতে শিকার করেন ১১ উইকেট। শ্রীলংকা সফরে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে। মগজ ধোলাই এড়াতে সাকিবকে খেলানোর চিন্তা করছেন বোর্ডের কর্মকর্তারা।