বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজার আইনজীবী সমিতির প্রথম জিপি আলহাজ্ব এড. আবুল কালাম আজাদের মৃত্যু বার্ষিকী আজ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৭-২৭ ০১:২২:৩২  

কক্সবাজার প্রতিনিধিঃ

আলহাজ্ব এডভোকেট আবুল কালাম আজাদ (হাজী আবুল কালাম উকিল)
নামে পরিচিত ছিল।

উল্লেখ্য, এডভোকেট আবুল আজাদ
রামু উপজেলার অন্তর্গত ধলিরছড়া একটি গ্রামীণ জনপদ (রশিদ নগর ইউনিয়ন)। পাহাড়, খাল, মাঠভরা সাদা লবণ, চিংড়ি ও সবুজ-সোনালী ধানের আঘ্রাণে ভরপুর এই সমৃদ্ধ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার
আলহাজ্ব আমির মোহাম্মদ সিকদার ছিলেন বিশ শতকের কবি নাতি ও তৎকালীন জমিদার তমিজ উদ্দিন সিকাদারের দ্বীতীয় পুত্র।
তার বড় ভাই ছিলেন কক্সবাজার টেকপাড়া এলাকার বাসিন্দা মরুহুম আলম মিয়া, টেকপাড়ার নিবাসী মরহুম এডভোকেট সরওয়ার কামালের চাচা ও কক্সবাজার আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট ও সাবেক সভাপতি মুরহুম এডভোকেট সাহাব উদ্দিনের মামা।

এভ. আবুল কালাম আজাদ
কক্সবাজার আইনজীবী সমিতির ১৯৮২ সাল ও ১৯৮২ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতাই দুই বার সাধারণ সম্পাদক ও তৎকালীন কক্সবাজার আইনজীবী সমিতির প্রথম জিপি হিসাবে নিয়োগ লাভ কক্সবাজার জেলা বার কাউন্সিল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য হিসাবে পেশাগত জীবনে বিপুল খ্যাতি অর্জন করেন, তিনি কক্সবাজার সোনালী ব্যাংক, কক্সবাজার রুপালী ব্যাংক, নিরিবিলি গ্রুপ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ছিলেন।

সামাজিক জীবনে বিভিন্ন সামাজিক কার্যকালাপ সহ বইল্ল্যাপাড়া মসজিদের উপদেস্টা পরিষদের সদস্য, বইল্ল্যাপাড়া ডি- ওয়ার্ড প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, তৎকালীন বইল্ল্যাপাড়া আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, কক্সবাজার বালিকা মাদারাসা সভাপতি, সমাজিক জীবনেও খ্যাতিলাভ করেন।

ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত র্ধামিক,ন্যায়পরায়ণ­ ছিলেন ।

বর্তমান কক্সবাজার আইনজীবী অনেক জন সিনিয়র আইনজীবী ওনার কাছে আইন পেশায় হাতে কলমে দীক্ষা নেন ।
তিনি সবার প্রিয় আজাদ স্যার হিসাবে পরিচিত ছিল।

তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কক্সনিউজ টোয়েন্টিফোর ডঢকমের সম্পাদক ইব্রাহীম আজাদ বাবুর পিতা।
২০০৬ সালের ২৭ জুলাই সকাল অনুমানিক ৯ টার সময় কক্সবাজার ফুয়াদ-আল-খতিব হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ এডভোকেট আবুল কালাম আজাদের মৃত্যু বার্ষিকীতে পক্ষ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন মরহুমের পরিবার।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা