বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সেরে ওঠো পৃথিবী-(কবিতা)

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৭-২৬ ১৬:৪৫:৫০  

লিখেছেনঃ  শান্তনু দেওয়ানজী

সেরে ওঠো পৃথিবী,
সুস্থ হও অনতিবিলম্বে।
আমাদের আজো স্বপ্নপূরণ বাকি।
সেরে ওঠো পৃথিবী

আমাদের প্রার্থনা শোন,
সেরে ওঠো…
এ আমাদের অভিনয় নয় আর্তি।

আমি কেবল চাই
তুমি আমাদের বন্ধু হও ।
অতীতের সমস্ত পাপ ক্ষমা করো,
সেরে ওঠো।

বাড়ছে লাশের মিছিল,
লাফিয়ে বাড়ছে মহামারী
তবুও তুমি নিরব রবে,
শুনে আর্তের আহাজারি??

মৃত্যুর উপত্যকায় দাড়িয়ে
করজোড়ে করি মিনতি।
তুমি সুস্থ হও,
শোন আর্তের আর্তি।

নিয়তির খেলায় করেছি কি এত পাপ??
যার বিপরীতে মহাকালের এমন অভিশাপ???

জানি অহমিকা স্রষ্টারে সাজে সৃষ্টির নয়।
ক্ষমতার অন্ধত্বে করেছি নীতির অবক্ষয়।

অপমানে, অনুতাপে, লজ্জায়
নতজানু আমি।
রিক্ত হস্তে দাঁড়িয়ে আজ
তোমার করুনা কামী।

জানি আমি অপরাধী,
সহস্র পাপের কর্তা মহাপাতকে মহাপাপী।
ঘৃণার চক্ষে চরম ঘৃণিত জীব আমি।
ক্ষমারও অযোগ্য আমি।

তবুও সেরে ওঠো পৃথিবী,
সুস্থ হও মাতা,
ক্ষমা করো তোমার মানব সন্তানেরে,
এখনো বহু পথ চলা বাকি।
সেরে ওঠো পৃথিবী,
সেরে ওঠো।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা