নিলক্ষা প্রকৃতি -কবিতা।

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২০

নিলক্ষা প্রকৃতি
কলমে:মর্জিনা আক্তার

পুষ্পে পুষ্পে ভরা শাখী,
কুঞ্জে কুঞ্জে গাহে পাখী।
গঞ্জে গঞ্জে বয়ে চলে স্রোত নদী,
বিমুগ্ধ আঁখি মেলে চেয়ে থাকি নিরবধি।
বিভোর আমি হেরিয়া নিলক্ষা প্রকৃতি।
গ্রামের পর গ্রাম এ যেন স্বপ্নের জলরঙের ছবি,
হরিৎ গহীন অরণ্যে এক কোণে বসে আপন মনে আঁকি।

নদী জল বয়ে যায় নিরবধি তার আপন স্রোতে,
যে নদীর সৃষ্টি বিশাল পাথারে।
জেলে মাছ ধরে,জাল ফেলে নদীর বুকে।
মন ভোলানো এ আমার নিলক্ষা প্রকৃতি যে এলে,
আমি এ কি হেরিলাম হৃদয়ও মেলে!
আঁকাবাকা পথও সেথায় গিরিবর্ত্ম অদ্রির ঢালে।

পাখির সুরেলা গানে সমাপ্তি ভোরের নিদ্রা,
ডালে ডালে উড়ে দোয়েল, শালিক ময়না, টিয়া।
কোকিল সেথায় ডাকে কুহু,
দোয়েল ডাকে বুহু বুহু।
অতিথি ঝাঁকে ঝাঁকে পশিল শীতের মৌসুমে,
ফুল তুলিতে যায় যে মালি পুষ্প কাননে!

শিউলি, টিউলিপ, গাদা,রজনী আর বেলী।
ফুটে ফুল আরও কতো সৌরভী সন্ধামালতী!
রেণু সন্ধানী ভুঞ্জিত গুঞ্জনে ভ্রমর সে হেরি,
পুষ্প সৌরভে মন যে শিখিনী সারা বিভাবরী।
ফুল-ফলে সাজানো আরো যে রয়েছে পাখি-নদী,
থরে-বিতরে সাজানো দেখি উচু চূড়ার অদ্রি।
এ যে আমার দেখা নিলক্ষা প্রকৃতি!

লিখেছেনঃ
মর্জিনা আক্তার সুমি
বিএসসি ২য় বর্ষ
কক্সবাজার সরকারি কলেজ