বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চারাগাছ রোপণ ও বিতরণ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৬-২০ ১২:১১:৪১  

গাছ আমাদের অমূল্য সম্পদ।আমাদের এই পৃথিবীতে বাচঁতে হলে গাছ আমাদের খুব বেশি প্রয়োজন।

মুজিববর্ষে বাংলাদেশ ছাত্রলীগ ১ কোটি গাছ লাগানোর কর্মসুচি হাতে নিয়েছে আর এই কর্মসুচি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ৩ টি করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের এই নির্দেশনার সাথে সাথেই বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মসুচি সফল করার জন্য সারা বাংলাদেশের ন্যায় কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ও কাজ করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় কক্সবাজারের জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ জাবিদ হাসানের জীবনের নেতৃত্বে কক্সবাজার পৌরসভার ৫ নং ওর্য়াড়ের বিভিন্ন জায়গায় প্রথম ধাপে ১০০ টি চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ জাবিদ হাসান জীবন বলেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা সারাদেশে ১ কোটি চারাগাছ রোপণের কর্মসুচি হাতে নিয়েছেন এই কর্মসুচি বাস্তবায়ন করার জন্য আমাদের দুই অভিভাবক সারা বাংলাদেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ৩ টি করে চারাগাছ অবশ্যই রোপণ করতে এবং সকলকে এই কর্মসুচি পালন করতে তারই ধারাবাহিকতায় আমার কক্সবাজার ছাত্রলীগের কিছু ভাইকে নিয়ে আমি আমার নিজ ওর্য়াড়ে ১০০ টি চারাগাছ প্রথমধাপে রোপণ করেছি এবং শুধু এই গাছগুলো রোপণ করেই আমাদের কাজ শেষ নয় এই গাছগুলো সঠিক যত্ন ও আমার পক্ষ থেকে করা হবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা