বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

হ্নীলা মোলভীবাজারে সরকারি ড্রেন ভেঙ্গে বিপর্যয়ের মুখে: বৃষ্টিতে অনেক বাড়িতে পানির ঢল

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৬-১১ ১৮:৫৫:০২  

এইচ মনছুর আলম
টেকনাফঃ

টেকনাফ থানার অনর্গত হ্নীলা ইউনিয়ন মৌলভীবাজার ২নং ওয়ার্ডে আরকান সড়কের পাশে সরকারি ড্রেন ভেঙ্গে যাওয়াই ড্রেনের পানি অনেক বাড়িতে ঢল নেমে আসে।অনেক পরিবারের অবস্হা খুবই নাজেহাল,দেখার কেউ নেই।

স্হানীয় জনসচেতন মহল জানায়,গত কয়েকবছর আগে সরকারি ভাবে এই ড্রেনটা করে দেওয়া হয়।কিন্তু গাড়ি চলাচল ও গাড়ি থেকে মালামাল উঠানামা করার কারণে ড্রেনটা ভেঙ্গে নষ্ট হয়েগেছে।
এখন বর্ষাকালে বৃষ্টির পানি চলাচল করতে না পারাই পাশ্ববর্তী কিছু বাড়িতে পানি প্রবেশ করে  বাড়ির ভাবমূর্তি নষ্ট করে ফেলে।

স্হানীয় রশিদ বলেন;করোনা ভাইরাসের মত মহামারি থেকে বাচঁার জন্য আমাদের সবসময় বাড়িতে অবস্থান করা অতীব জরুরী।কিন্তু এখন বর্ষাকাল হওয়াতে ড্রেন ভেঙ্গে যাওয়ার কারণে আমার ও পাশের  বাড়িতে বৃষ্টির পানির ঢল নেমে আসে যা আমাদের পরিবারের দ্বারা বাড়িতে অবস্থান করা খুবই নাজেহাল।অতএব স্হানীয় সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করতেছি আমাদের দিকে একটু খেয়াল রাখার জন্য।
বাজার কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা বলেন,অতিরিক্ত গাড়ি থেকে মালামাল ও যাতায়াতের কারণে ড্রেনটা ভেঙ্গে গেছে।স্হানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আকুল আবেদন আমাদের এলাকার দিকে একটু নজর দেওয়ার জন্য।

স্হানীয় মেম্বার ফরিদুল আলম স্হান পরিদর্শন করেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা