বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

‘বিসিবি যদি শ্রীলংকায় যেতে বলে তাহলে যাব’

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৬-১০ ১২:১৫:৪১  

মহামারী করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে শ্রীলংকা সফরে যেতে আগ্রহী নন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, বিসিবি যদি যেতে বলে, যাব। বিসিবি যদি সফরটা না করে, তাহলে তো যাওয়ার প্রশ্নই নেই।

আগামী মাসে শ্রীলংকা সফর যাওয়া প্রসঙ্গে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সফরের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার আগে আমার কিছু বলা ঠিক হবে না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে না গিয়ে অনেক কথা শুনতে হয়েছে মুশফিকুর রহিমকে। যে কারণে শ্রীলংকা সফর নিয়ে জোরাজুরি করতে জান না জাতীয় দলের এ তারকা ক্রিকেটার।

শ্রীলংকা সফরে যাওয়া প্রসঙ্গে মুশফিক বলেছেন, সফরে যাওয়ার ব্যাপারে দলের অধিনায়ক, কোচ কিংবা বিসিবির নীতিনির্ধারকেরা ভালো উত্তর দিতে পারবেন।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, শ্রীলংকা সফরের সিদ্ধান্ত নেয়া পুরোপুরি ক্রিকেট বোর্ডের ব্যাপার। পরিস্থিতির উন্নতি হলে সফর গেলে ভালো হয়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা