বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

হাজারী গলির ঔষুধ মার্কেটে উচ্চ মূল্যে ঔষুধ বিক্রয় করার অপরাধে ০৩ জন আসামী গ্রেফতার

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৬-০৮ ১৫:৫৯:৩৫  

অদ্য ০৭/০৬/২০২০ইং তারিখ দুপুর ১:৩০ ঘটিকায় জনৈক সুলতানুল আরেফীন (৪৯) হাজারী গলি গিয়া বিভিন্ন দোকানে তাহার প্রয়োজনীয় ইভেরা সিক্স ট্যাবলেটটি ক্রয় করার জন্য খোঁজ করেন। ছভিলা
কমপ্লেক্স এর মেসার্স এ গফুর ফার্মা হইতে তাহার প্রয়োজনীয় ঔষুধ ইভেরা সিক্স ক্রয়ের জন্য বলিলে পলাতক ৪নং আসামী কফিল উদ্দিন (২৮) ১নং আসামী মোঃ আশরাফ(২৮) ও ২নং আসামী অনিক ধর(১৮) কে ঔষুধটি আছে কিনা
জিজ্ঞাসা করে। অনেকক্ষন অপেক্ষারত থাকার পরও আসামীরা একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ইশারা ইঙ্গিতে কথা বলিয়া বাদীকে ঔষুধটির ব্যাপারে জানাবে বলে। কিন্তু পরক্ষণেই পলাতক ৪নং আসামী কফিল উদ্দিল(২৮) উক্ত ঔষুধটি ১০০০/- (এক হাজার) টাকায় এক পাতা বিক্রির কথা বলিয়া তাহারা সকলেই অন্য কাজে
ব্যস্ত হইয়া পড়ে।

বাদী বুঝিতে পারেন তাহারা ঔষুধ খানা অধিক মূল্যে বিক্রয়ের জন্য বাদীর সাথে চালাকি করিতেছে। ইতিমধ্যে কোতোয়ালী থানা পুলিশ হাজারী গলিতে অভিযান পরিচালনা করাকালে বাদী উচ্চ মূল্যে উক্ত ঔষুধ বিক্রয়ের বিষয়টি থানা পুলিশের নিকট জানাইলে কোতোয়ালী থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে এ. গফুর ফার্মার পরিচালক ১নং আসামী মোঃ আশরাফ(২৮) কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ১নং আসামী বিষয়টি স্বীকার পূর্বক তাহাদের
ফার্মেসীতে লুকানো থাকা ইভেরা সিক্স ট্যাবলেটের দুইটি পাতা যাহাতে ১৩(তেরো) টি ট্যাবলেট বাহির করিয়া দেয়। ১নং আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ২, ৩ ও ৪নং আসামী কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ ২ ও ৩নং
আসামীদ্বয়কে আটক করিলেও ৪নং আসামী কৌশলেই পালিয়ে যায়। আসামীরা সকলেই করোনা দুর্যোগে চাহিদা সম্পন্ন ঔষুধসমূহ বেশি দামে বিক্রয় করা সহ মজুদ করিয়াছে মর্মে পুলিশের কাছে স্বীকার করে। ঘটনাস্থলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন পিপিএম (বার) সহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান,
এসআই/সজল কান্তি দাশ, এসআই/আব্দুল্লাহ আল ইমরান, এএসআই/অনুপ কুমার বিশ্বাস, এএসআই/রুহুল আমিন প্রমুখ পুলিশ অভিযান পরিচালনা করিয়া উক্ত আলামত সমূহ জব্দ করেন। পুলিশ উক্ত আলামত সমূহের বাজার মূল্য
যাচাই বাছাই করে জানিতে পারে যে ইভেরা সিক্স ১০টি ট্যাবলেটের বক্স মূল্য মূলত ১৫০/- টাকা।

আসামীরা তাহা জেনে শুনে নিয়মিতভাবে ১০টি ট্যাবলেট ১০০০/- টাকা দামে বিক্রয় করিয়া আসিতেছে। আসামীরা সকলেই মূলত
মুনাফালোভী, মজুদদার ও কালোবাজারী। বর্তমান করোনা মহামারী দুর্যোগে আসামীরা অবৈধভাবে উপরোক্ত পণ্যসমূহ মজুদ করিয়া নির্ধারিত মূল্য হইতে অধিক মূল্যে বিক্রয় করিতেছে। বাদী থানায় আসিয়া ধৃত আসামীগণ পলাতক
আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ধারায় মামলা রুজু হয়।

উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ- ১৩টি আইভেরা সিক্স ট্যাবলেট।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা :

১) মোঃ আশরাফ(২৮), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মনিরা খাতুন, সাং-
আমিরাবাদ, কিল্লারাান্দর, ঈদা গাজী বাড়ী, থানা-লোহাগাড়া, জেলা-
চট্টগ্রাম।
২) অনিক ধর(১৮), পিতা-সুজিত ধর, মাতা-মীরা ধর, সাং-পুকুরিয়া, বর্ণিক
পাড়া, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম।
৩) মোঃ আকবর হোসেন(১৮), পিতা-নাসির উদ্দিন, মাতা-তাসমিন সুলতানা,
সাং-পুরাতন বিউসি, এজহার মিয়া সওঃ বাড়ী, আমিরাবাদ, থানা-
লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, সকলেই বর্তমানে-মেসার্স এ. গফুর ফার্মা,
৮/৩, ছবিলা কমপ্লেক্স, হাজারী লেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা