বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

দুইদিন বন্ধের পর একদিনে ৩৪৮ টেষ্ট, সর্বাধিক ১০৮ জনের ‘পজিটিভ’, সদরেই ৪২

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৬-০৬ ২০:৪১:১৫  

নিজস্ব প্রতিবেদকঃ

টানা দুইদিন বন্ধ থাকার করোনাভাইরাস টেষ্ট আবারও শুরু হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। শনিবার (৬ জুন) একদিনে সর্বাধিক ৩৪৮ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট শেষে সর্বাধিক ১০৮ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এদের মধ্যে শুধুমাত্র কক্সবাজার সদরেই এসেছে সর্বাধিক ৪২ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির কক্সবাজার ভিশন ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার টেষ্ট হওয়াদের মধ্যে যে ১০৮ জনের পজিটিভ এসেছে তাদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ১৯ জন, চকরিয়া উপজেলায় একজন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও রামু উপজেলায় ২২ জন রয়েছেন। এছাড়াও পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে একজন, বান্দরবান সদরে ৫ জন ও রুমা উপজেলায় ৩ জন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় দুইজন রয়েছেন।

১০৮ জনের মধ্যে ৩ জনের ঠিকানা উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ওই ৩ জন রোগী এমএসএফ হাসপাতাল থেকে পাঠানো নমুনা।

এ দিন ২৪০ জন রোগীর টেষ্ট রিপোর্ট নেগেটিভ এসেছে


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা