বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

করোনার উপসর্গ নিয়ে চবি শিক্ষকের মৃত্যু

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-৩১ ১৬:০৫:৪০  

রবিন, চঃবিঃ

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

ওই শিক্ষকের নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তার স্বজনরা।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইব্রাহিম হোসেন জানান, সাবরিনা ইসলাম সুইটি জ্বরে ভুগছিলেন। এর পরই তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

রাত ১০টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এর পর শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে শ্বাসকষ্ট নিয়েই তিনি মারা যান।

এর আগে শনিবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রকৌশল দফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী মোহাম্মদ হুমায়ন ভূঁইয়ার মৃত্যু হয়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা