বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

করোনা আক্রান্ত হচ্ছেন আঃলীগ নেতাকর্মী – সমালোচনা কারীদের শুভবুদ্ধির উদয় হোক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-২৯ ০০:২২:২৫  

আজ আমাদের দলের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গরীব অসহায় মানুষের ত্রাণ সেবা দিতে গিয়ে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারী / বেসরকারী এনজিও সংস্থা ব্যক্তি প্রতিষ্টান ছাড়াও দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ফান্ড কালেকশনের মাধ্যমে এবং নিজস্ব অর্থায়নে সারাদেশে নজির বিহীন ত্রাণ সহায়তা দিয়ে, মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। অথচ আজ সেই মানুষগুলো করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের বিচানায় কাতারাচ্ছে! মানবতা ও মানুষের কল্যানে বার বার লড়ে যাওয়া বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা আজ পরাস্ত! নত হয়েছে করোনা নামক ঘাতক ব্যাধির কাছে।

তারপরও দেশবিরোধী অপরাজনীতিক একটি চক্র প্রতিক্রিয়াশীল গোষ্টি, নিমক হারামী একদল বাঙালি, সরকার বিরোধি বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা লেখালেখি করে জনমনে বিভ্রান্ত ছাড়াচ্ছেন। সাধারণ মানুষ কে সরকারের এ অর্জনগুলোর বিরুদ্ধে উল্টোভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছেন। এমন কি এই মহামারীতে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন। শহর বন্দর রাস্তা ঘাট সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করে নজির স্থাপন করলেন। জাতির বিবেক সমাজ দর্পন সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা এগুলো তুলে ধরুন। ইতিবাচক গুলো যদি ডাকা পড়ে যায় তাহলে মানুষ ভাল কাজে উৎসাহ হারাবে, অন্তত সত্যটা লেখেন খবরে চাপান। না হয় এই মহাদূর্যোগে মানুষের পাশে এগিয়ে আশা মানুষগুলো নিরাশ হবে।রাতদিন নিরন্তন ছুটে চলা চিকিৎসক, রাজনীতিক, পুলিশ, সাংবাদিক, নার্স সহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত এবং মানবিক সহায়তা ত্রাণ দিতে গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো সকল ব্যক্তি প্রতিষ্ঠান রাজনীতিক কর্মীদের আরো উৎসাহ অনুপ্রেরণা বেশী বেশী দোয়া একান্ত কাম্য।

সকলের শুভ বুদ্ধির উদয় হোক – মানবতার জয় হোক।

লেখক,
এম আবদুল মান্নান
উপদপ্তর সম্পাদক
মহেশখালী উপজেলা আওয়ামীলীগ


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা