বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের করোনা পজিটিভ।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-২৬ ২১:০৪:২৬  

এইচ এম মনছুরুল আলম
স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের টেকনাফে উপজেলায় গত ২৪ ঘন্টায় ব্যাংক কর্মকর্তা সহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত ৪ জনের মধ্যে ১ জন সোনালী ব্যাংকের (৪৫) কর্মকর্তা, ২ জন লেদা ক্যাম্পে কর্মরত জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের কর্মী।যাদের দুজনের বয়স ২৬।অপর জন লেদা ক্যাম্পের বাসিন্দা (৩০)।এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

ডা. টিটু চন্দ্র শীল বলেন, টেকনাফে গত ২৪ ঘন্টায় ব্যাংক কর্মকর্তা সহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।তাদের মধ্যে ১ জন সোনালী ব্যাংকের কর্মকর্তা,২ জন জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের কর্মী,অপর জন লেদা ক্যাম্পের বাসিন্দা।গত ১৮ মে সোমবার করোনা শনাক্ত হওয়া ৪ জন সহ বেশকিছু নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল।আজ ২৪ মে রবিবার তাদের মধ্যে ব্যাংক কর্মকর্তা ও এনজিও কর্মী সহ ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট ফলাফল আসে।উক্ত করোনা রোগীদের সংস্পর্শে আসা বাড়ি-প্রতিষ্ঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম ও পুলিশ সহ গিয়ে লক ডাউন করে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, টেকনাফ উপজেলা থেকে এ পর্যন্ত ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।তাদের মধ্যে ডাক্তার সহ ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা