বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শাপলাপুর ইউনিয়নে ৩৩৫ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-২৩ ২১:৩৮:১১  

এম এ রহমান ছিদ্দিকী, নিজস্ব প্রতিবেদকঃ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ও সম্প্রতি ঘুর্ণিঝড় আপ্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।দেশে সরকারি বিধিনিষেধর কারণে গ্রামীণ পর্যায়ের দরিদ্র দিনমজুর, কৃষক মানবেতর জীবনযাপন করছেন।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে,ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে যাচ্ছে ত্রাণ ও উপহার সামগ্রী। মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে মহামারী করোনায় জীবিকা হারানো প্রান্তিক পর্যায়ের কর্মহীন ৩৩৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব এড.আবদুল খালেক চৌধুরী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, জনাব জসিম উদ্দিন মাহমুদ ,
ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার,ইউপি সচিব মোহাম্মাদ শাহাজাহান, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও মহিলা সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন।
সরেজমিন এ দেখা গেছে প্রধানমন্ত্রীর উপহার ও ত্রাণ সামগ্রী পেয়ে জীবিকা হারানো মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন বলে জানান গণমাধ্যম কে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা