কক্সবাজারে ৪র্থ মৃত্যুবরণকারী করোনা রোগী আইনজীবী সহকারী

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মে ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলায় চতুর্থ মৃত্যুবরণকারী করোনা রোগী হচ্ছে, আইনজীবী সহকারী মহিউদ্দিন (৬১)। তিনি ২২মে শুক্রবার ভোররাতে কক্সবাজার শহরের রহমানিয়া মাদ্রাসার পিছনে বৈদ্যঘোনায় নিজ বাড়িতে মারা যান। সকালে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন এসে মৃত অবস্থায় তার শরীরের স্যাম্পল কালেকশন করে কক্সবাজার মেডিকেল কলেজর ল্যাবে টেস্টে পাঠায়। একইদিন বিকেলে আইনজীবী সহকারী মহিউদ্দিন এর স্যাম্পল টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

শুক্রবার ২২মে সকাল ১০টার দিকে পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার মাঠে আইনজীবী সহকারী মহিউদ্দিন এর স্বাভাবিক নিয়মে নামাজে জানাজা সম্পন্ন করা হয়। জানাজা তাকে গোলদীঘীর দক্ষিণ পাড় বড় কবরস্থানে স্বাভাবিক নিয়মে দাফন করা হয়। আইনজীবী সহকারী মহিউদ্দিন এর আদি নিবাস পেকুয়া উপজেলায়।

 

তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী সহকারী হিসাবে কর্মরত ছিলেন। তার পুত্র ওমর হাসান জানান, সাপ্তাহ খানেক তার পিতা মহিউদ্দিন অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২দিন আগে সুস্থ হওয়ায় তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিলো।