বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ত্রান নিয়ে প্রতারণা,চেয়ারম্যানের চেষ্টায় আটক প্রতারক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-২০ ১৯:১১:৩৯  

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার সদরের খুরুশকুল ইউনিয়নে আজ ত্রান নিয়ে ত্রান নিয়ে প্রতারনার সময় শামসুল আরেফিন নামে এক প্রতারক স্থানীয়দের হাতে আটক হয় । পরবর্তীতে উক্ত এলাকার চেয়ারম্যান জনাব জসিম উদ্দীনের মাধ্যমে তাকে পুলিশের নিকট সোপার্দ করা হয়ছে । জানা যায় , প্রতারক আরেফিন কক্সবাজারের মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা । সে ত্রান পাওয়ার জন্য সহায়তার নাম করে জন প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা সংগ্রহ করে আসছিল আজ সকাল থেকে ।

এই ব্যাপারে উক্ত এলাকার চেয়ারম্যানকে কয়েকজন সচেতন বাসিন্দা জানালে , তিনি তাৎক্ষনিক প্রতারক শামসুল আরেফিনকে  আটকাতে বলেন এবং পুলশে খবর দেন । এই ব্যাপারে বিস্তারিত জানতে বাংলাদেশ পেপার থেকে খুরুসকুল ইউনিয়নের চেয়ারম্যান জসিমমের সাথে মুঠোফোনে যোগাযো করা হলে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন।

 

এছাড়াও তিনি তার এলাকার জনগণ সহ সারা বাংলাদেশের জনগণকে সচেতন থাকতে অনুরোধ করেন এবং ত্রান বা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় কোন ধরনের দূর্নীতির সুযোগ নেই বলে তিনি জানান।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা