বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বা.সা.উ.বি ব্যাচ-১৬ এর পক্ষ হতে ত্রাণ সামগ্রী বিতরণ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-২০ ২০:৫২:৪৬  

শাকিল,চট্টগ্রামঃ


বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৬ ব্যাচের পক্ষ হতে সামাজিক দুরত্ব মেনে ১ম পর্বে এলাকার নিম্নবিত্ত ৩০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
বুধবার(২০মে) ১৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী ইজাজের নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এ বিষয়ে বা.স.উ.বি. ১৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী এবং প্রিমিয়ার বিশ্বাবিদ্যালয় ছাত্রলীগ নেতা সাজ্জাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ পেপারকে বলেন,

ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী এখনো ছাত্র জীবনে সাথে জড়িত থাকার সত্ত্বেও মানবিক এই আহ্বানে সাড়া দিয়ে অনেক বন্ধু বান্ধবী নিজ নিজ অবস্থান হতে আমাদের পাশে এসে দাঁড়ান তাই প্রথম পর্বে আমরা ৩০ পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং পরবর্তীতে বৃহত্তর আকারে ত্রাণ সামগ্রী বিতরণের চিন্তা ভাবনা চলছে।করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানের মতো দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মাঝেও এ কাজের সাথে সম্পৃক্ত সকলকে তিনি ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন,

“প্রবাসে অবস্থানরতো অর্থ সাহায্য পাঠানো বন্ধুদের ও এ কাজে প্রতিকূল পরিবেশেও সশরীরে উপস্থিত হওয়ার সকল বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সমাজের সামর্থ্যবানদের আমাদের এই মানবিক কাজ গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং ব্যাচেরশিক্ষার্থীদের পক্ষ হতে সামর্থ্যবাদের প্রতি আহবান করেন যেন যার যার অবস্থান হতে এই সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।”

উল্লেখ্য:- বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় ১৯১৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনে প্রতিষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা