বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনা উপসর্গ: স্ত্রীকে দাফনের দেড় ঘণ্টা পর স্বামীর মৃত্যু

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৯ ২২:৫৬:১৬  

চাঁদপুর প্রতিনিধি,বাংলাদেশ পেপারঃ

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে দেড় ঘণ্টার ব্যবধানে মারা গেছেন স্বামী-স্ত্রী। সোমবার রাতে চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন- শহরের চিত্রলেখা এলাকার রাবেয়া বেগম (৭২) এবং তার স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মজিবুর রহমান পাটওয়ারী। একই বাসায় থাকা কলেজ শিক্ষক ছেলে এবং স্কুলছাত্র নাতি ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের দু’জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় এবং তাদের কিছু উপসর্গ থাকায় রোববার তাদের নমুনা সংগ্রহ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

তাদের ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর) আনোয়ার হাবিব কাজল জানান, আমার মা সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চিত্রলেখা এলাকার বাসায় মারা যান। এরপর রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের হোসেনপুরের গ্রামের বাড়িতে দাফন করে শহরের বাসায় আসি। এর দেড় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা গেলেন বাবাও।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, যেহেতু তাদের পরিবারের দু’জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদেরও কিছু উপসর্গ ছিল, তাই রোববার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, বৃদ্ধ মজিবুর রহমান অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তাই তিনি করোনায় আক্রান্ত হতেও পারেন আবার নাও হতে পারেন। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা