বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪৩৮ পরিবারের মাঝে করোনা সুরক্ষা সরঞ্জমাদি প্রদান।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৮ ২২:০৫:৫৪  

অন্তর রায় প্রিন্স
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র উদ্যোগে সদর উপজেলার ৪৩৮ পরিবারের মাঝে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভা ও সদর উপজেলার তিন ইউনিয়নের ৪৩৮টি অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

করোনা সুরক্ষা সরঞ্জমাদির মধ্যে ছিলো, ৫০টি মাস্ক, প্লাস্টিকের বড় বালতি একটি, মগ একটি, ১০টি সাবান, ৫ প্যাকেট ডিটারজেন্ট পাউডার, ৫ প্যাকেট ব্লিচিং পাউডার ও স্যানেটারী প্যাড ১০টি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজর লিওবার্ট চিসিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সাংবাদিক এন্টুনী ডেভিড নীল, অন্তর রায় প্রিন্স, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা