বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

টেকনাফের বিপুল পরিমান ইয়াবা উদ্ধার : ৭ জনকে আটক করেছে র‍্যাব

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৪ ১৩:০৭:৫২  

এইচ মনছুর আলম
স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে সাড়ে ৩ হাজার ইয়াবাট্যাবলেটসহ ৭ জনকে আটক করেছে র‍্যাব ১৫।
১৩ মে রাত সোয়া আটটার দিকে উল্লেখিত এলাকার টেকনাফ কক্সবাজার মহাসড়কের সায়েরং ব্রীজের উত্তর পশ্চিম পাশ সংলগ্ন খালি জায়গা থেকে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, কিছু লোক ওই স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালানা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিক ফরিদ আলম (২৮) পিতা- ছলিমুল্লাহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, জাফর আলম (২৮), পিতা-ছৈয়দ হোসেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, আবু তাহের (২৪) পিতা- আবদুর রকিম, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, বশির আহমদ (২০) পিতা -দবির আহমদ, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, মোঃ জুবায়ের (২৫) পিতা- মোঃ জসিম নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, নুর কবির (২৫), পিতা- আবুল হোসেন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এবং আবুল হাসিম পিতা- দুদু মিয়াকে আটক করে র্যাব। এসময় অজ্ঞাতনামা আরো কয়েকজন মাদককারবারী পশ্চিম পার্শ্বের পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ধৃতদের দেহ তল্লাশী করে ৩ হাজার ৫শ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‍্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মিডিয়া জানান, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ১৭ লক্ষ ৫০ হাজার। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্র জানায়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা