বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পেসার হাসান আলী,আমির ওয়াহাব রিয়াজ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৩ ২২:৫৯:১০  

এইচ মনছুর আলম
স্টাফ রিপোর্টারঃ

আজ বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন ২০২০-২০২১ মৌসুমের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। একইসঙ্গে ঘোষণা করেছে দুই অধিনায়কের নাম। আজহার আলীর হাতেই অধিনায়কত্ব টেস্টের অধিনায়কত্ব, তবে কেন্দ্রীয় চুক্তিতে যেমন উন্নতি হয়েছে বাবর আজমের, তেমনি অধিনায়কত্বের ভারও বেশি বইতে হবে তাকে। টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডের অধিনায়কত্বও তুলে দেওয়া হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানের হাতে।

১৮ জন খেলোয়াড় স্থান পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে, আরও তিনজন খেলোয়াড়কে রাখা হয়েছে উদীয়মান খেলোয়াড় শ্রেণিতে। হাসান আলী, মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। ‘এ’ শ্রেণি থেকে অবনমিত হয়ে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহর জায়গা হয়েছে ‘বি’ শ্রেণিতে। ‘এ’ শ্রেণিতে এ দুজনের জায়গা নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও টেস্ট অধিনায়ক আজহার আলী।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসে তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ ও অলরাউন্ডর ইফতিখার আহমেদ জায়গা পেয়েছেন ‘সি’ শ্রেণিতে।

পাকিস্তানের দ্য নিউজ পত্রিকা কেন্দ্রীয় চুক্তি সম্পর্কে কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হককে এভাবে উদ্ধৃত করেছে, ‘ আমির, হাসান ও ওয়াহাবকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নির্বাচকেরা। হাসান প্রায় পুরো মৌসুম চোটের কারণে খেলতে পারেনি। আর আমির ও ওয়াহাব তো সাদা বলের ক্রিকেটেই মনোযোগী, সুতরাং সিদ্ধান্ত ঠিকই আছে।’
মিসবাহ দুই অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন, ‘অধিনায়কত্বের মেয়াদ বাড়ায় আজহার আলী ও বাবর আজমকে অভিনন্দন জানাই আমি। আমি নিশ্চিত যে ভবিষ্যৎ পরিকল্পনা করে তারা এখন দল সাজিয়ে নিতে পারবে, আর দলের কাছ থেকে পাওয়া যাবে প্রত্যাশিত পারফরম্যান্স।’

গত বছর সরফরাজ আহমেদের হাত থেকে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর সেটি অনিশ্চিত ছিল। বাবর আজমকে ওয়ানডের বাড়তি দায়িত্ব দেওয়ায় সেটি অবশেষে নিশ্চিত হলো।
আগামী জুলাইতে আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানের তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে আগামী মাসের মাঝামাঝি এই জোড়া সফরের ভাগ্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। পিসিবি ও ইসিবি কর্মকর্তাদের মধ্যে আগামী শুক্রবার একটি টেলি কনফারেন্স হবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা