বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

৩০ মে পর্যন্ত বাড়ালো সাধারণ ছুটি

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৩ ২০:০৯:৫৮  

করোনা পরিস্থিতি বিবেচনায় সকল ধরণের সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া ঈদের সময় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসাথে সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঈদের আগে মাত্র চারটি কর্মদিবস রয়েছে। সে হিসেবে চারদিনের জন্য অফিস খুলে আরও সমস্যা হতে পারে। এজন্য ওই চারদিন এবং ঈদের বন্ধসহ ঈদ পরবর্তী সময় পর্যন্ত ছুটির ঘোষণা আসতে পারে।

এর আগে করোনা সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিসগুলো প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীকালে ছুটির মেয়াদ কয়েক দফায় ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা