বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

মহেশখালীতে ধান কাটার মেশিন বিতরণ কার্যক্রম শুরু।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১১ ০১:৪০:২৬  

এম এ রহমান ছিদ্দিকী,স্টাফ রিপোর্টসঃ
মহেশখালী উপজেলার পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহয়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি ”রিপার” (ধান কাটার মেশিন) বিতরণ কার্যক্রম উদ্বোধন।

১০ মে (রবিবার) ধান কাটার মেশিন বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন  মোঃজামিরুল ইসলাম (উপজেলা নির্বাহী অফিসার মহেশখালী)। 

এই সময় আরো উপস্থিত  ছিলেন (মহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার) জনাব মাহমুদুল হাসান আকন্দ ,  মোঃমহি উদ্দিন (উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা),  সৌরভ হোসাইন (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) ও  হাসান হাবীব (মাকের্টিং অফিসার এসিআই কোম্পানি লিমিটেড) ।

উল্লেখ্য যে, এসিআই মডেল এআর-১২০ রিপার (ধান কাটার মেশিন) ক্রয় করেন উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোঃমোজাম্মেল হক।
উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গণমাধ্যম কে জানান আধুনিক ধান কাটার মেশিন দিয়ে স্বল্প খরচে প্রান্তিক পর্যায়ের কৃষকের ধান কাটতে পারবে এতে কৃষক উপকৃত হবে।

এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জানায় ধান কাটার মেশিন এআর-১২০রিপার এর বর্তমান বাজার মূল্য সর্বমোট :১৮০০০০/= এক লক্ষ আশি হাজার টাকা। কৃষকদের ক্রয় করতে ভর্তুকি মূল্য-৯০০০০/= নব্বই হাজার টাকা দিতে হচ্ছে ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা