বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আজ ঐতিহাসিক ৭ই মে (ভিড়িও)

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-০৭ ০৪:৫১:০৫  
Featured Video Play Icon

মুনতাকিম হোছাইনঃ


২০০৭ সালে এক এগারোর পট পরিবর্তনের পর বিদেশ থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের আজ ১৩ তম বার্ষিকী ৷ এইদিনে তিনি গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার ডাক দিয়েছিলেন ।


অসুস্থ পুত্রবধু এবং মেয়েকে দেখতে যুক্তরাষ্ট্র যান শেখ হাসিনা৷ কিন্তু তিনি দেশে ফিরে আসতে গেলে সেনা সমর্থিত সরকার বাধা দেয়৷ ২০০৭ সালের ২৫শে এপ্রিল সরকারিভাবে প্রেসনোট জারি করে তাঁর দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞার কথা জানান হয়৷ কিন্তু জনমতের চাপের মুখে সরকার শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নেয়৷ ৭ই মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা৷ ২০০৭ সালের সেই দিনটিও ছিল বৃহঃস্পতিবার।

এই দিনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান৷ শুভেচ্ছার জবাবে তিনি বলেন,

গণতন্ত্রের স্বার্থেই সেদিন তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন৷ বিদেশে থাকলে তিন হয়ত ব্যক্তিগতভাবে ভাল থাকতেন, কিন্তু দেশে নির্বাচন হতনা৷

সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে শেখ হাসিনা গ্রেফতার হন। গ্রেফতার করে প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন তার চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দেন। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।  দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান।

২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার জয়ী হয়৷ প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা৷ শেখ হাসিনা বলেছিলেন,

একটি মহল এখনো গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করছে৷ তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে৷

‘৭৫-এর ১৫ই আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন৷ তখনো তাঁকে ১৯৮১ সাল পর্যন্ত দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছিল৷ ওই বছরের ১৭ই মে তিনি দেশে ফিরে এসেছিলেন৷

 

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা