বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিষণ্ণ গাঙচিল

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-০৬ ২২:৫৫:৫৮  

~মারুফ  ২৮-১-২০১৬

হতে যদি বিষ পিঁপড়া তাও মেনে নিতাম
দেখতে তোমার বিষে কেমন নীলকণ্ঠ হতাম।

হতে যদি তপ্ত রোদ, কীসের অভিমান
উষ্ণ-হৃদে মেনে নিতাম আমার অর্ধস্নান।

হতে যদি অপেক্ষারি যোগ্য প্রতিনিধি
প্রতীক্ষাতেই কাটিয়ে দিতাম সময় নিরবধি।

হতে যদি মৃত নদী তিস্তা, ইছামতী
অশ্রুজলে ভাসিয়ে দিতাম চাওয়া অনুভূতি।

হতে যদি মৌন নালিশ, ভেজা বালিশ যতো
বুঝতে তোমার এ অভাগা কাদঁতে পারে কতো।

হতে যদি নির্ঘুম রাত, দুঃস্বপ্নের স্ক্রিপ্ট
শুনতে হঠাৎ বুকের বায়ে দপদপ হার্টবিট

কিন্তু তুমি কিছুইনা গো রক্ত তোমার নীল
তাইতো আমি একলা উড়ি, বিষণ্ণ গাঙচিল।

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা