বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

স্কুলছাত্রীর শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-০৬ ২০:১০:২৭  

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বুধবার (৬ মে) দুপুর ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই ছাত্রীর বাড়ি লকডাউন করা হয়েছে।

বর্তমানে ওই ছাত্রী ফেনীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এই পর্যন্ত মিরসরাই উপজেলায় মোট ৩ জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এই ব্যাপারে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ইত্তেফাককে জানান, বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর করোনা আক্রান্ত ওই ছাত্রীর বাড়ি লকডাউন করা হয়েছে।

 

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ইত্তেফাককে বলেন, ‘করোনা আক্রান্ত ওই ছাত্রীর পরিবারকে এক মাসের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। যেন তার পরিবারের সদস্যদের বাড়ির বাইরে যেতে না হয়।’

উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে এক নারী ও মিঠানালা ইউনিয়নে এক গাড়ি চালকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা