বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকেউবি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যেগে ১৪০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৪-২৭ ২২:৪০:৩৯  

এম এ রহমান ছিদ্দিকী,প্রাক্তন শিক্ষার্থী চকেউবিঃ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান দুর্যোগে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ১৪০ দরিদ্র শিক্ষার্থীর পরিবারে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

লোকজনের জনসমাগম এড়িয়ে কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব ত্রাণ সামগ্রী ২৬ এপ্রিল রাতে স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, তেল ১ লিটার, ডাল ১/২ কেজি, পেঁয়াজ ১/২ কেজি, আলু ২ কেজি, তিতা করলা ১ কেজি,বরবটি ১/২ কেজি ,ঢেড়শ ১/২ কেজি এবং ছোলা ১ কেজি।

এই কর্মসূচীর সাথে জড়িত চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাশেদুজ্জামান রাশেদ বলেন, “এই দুর্যোগকালীন সময়ে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগীতায় বিদ্যালয়ের ১৪০ দরিদ্র শিক্ষার্থীর পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অনুজদের প্রতি মমত্ববোধ থেকেই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এই উদ্যোগ নিয়েছে।”

আরেক প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আমান উদ্দিন সুমন বলেন, “বিভিন্ন এলাকায় আমরা দেখেছি কৃষকেরা সবজির ন্যায্য মূল্য পাচ্ছেনা। তাই আমরা চেষ্টা করেছি সরাসরি কৃষকদের কাছ থেকে কিছু সবজি কিনে দরিদ্র পরিবারের মাঝে পৌঁছে দিতে। তাতে কৃষকও বাঁচল, দরিদ্র পরিবারগুলোও সহায়তা পেল। প্রথম পর্যায়ে আমরা ১৪০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। আমরা আরও ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছি।”


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা