বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সাকিব

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৭-১৫ ১৬:১৪:৫১  

বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট।

অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে বিশ্বকাপ শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) গঠিত সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব।

ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করেছেন সাকিব আল হাসানসহ এশিয়ার তিন ক্রিকেটার। বাংলাদেশ থেকে একমাত্র সাকিব, ভারতের রোহিত শর্মা ও যশপ্রিত বুমরাহ।

নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেয়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও জফরা আর্চার।

সবশেষ দুইবারের রানার্সআপ নিউজিল্যান্ড দলে থেকে বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও লকি ফাগুর্নসন। অস্ট্রেলিয়া থেকে থেকে সুযোগ পেয়েছেন অ্যালেক্স কেরি।

যদিও বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এ ওপেনার ব্যাট হাতে ১০ ম্যাচে তিনটি সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪৭ রান সংগ্রহ করেন। কিন্তু ইংল্যান্ড ওপেনার জেসন রয় ও ভারতীয় ওপেনার রোহিত শর্মার কারণে বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ হয়নি অসি তারকা ক্রিকেটার ওয়ার্নারের।

বিশ্বকাপের ১২তম আসরের ১২তম সদস্য হিসেবে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তিবি এবারের আসরে ১০ ম্যাচে সর্বোচ্চ ২৭টি উইকেট শিকার করেন।

বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ: রোহিত শর্মা, জেসন রয়, কেন উলিয়ামসন, সাকিব আল হাসান, জো রুট, বেন স্টোকস, অ্যালেক্স কেরি, জফরা আর্চার, লকি ফার্গুনসন ও যশপ্রিত বুমরাহ।

১২তম সদস্য মিচেল স্টার্ক।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা