বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

অসহায় মানুষের মাঝে ১ বছরের বেতনের টাকা দিয়ে দিবেন ইউপি সদস্য জাহেদ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৩-৩১ ২২:০৩:৩২  

এম এ রহমান ছিদ্দিকী,মহেশখালি

সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে ।
এর মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট পাঁচ জন। দেশের এমন দুঃসময়ে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছেন মহেশখালী উপজেলার অন্তর্গত মাতারবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এম জাহেদুল ইসলাম চৌধুরী,তিনি অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি।

তিনি তার ১ বছরের বেতনের টাকা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণ করার ঘোষণা দিয়েছেন।

ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তরুণ আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য এম জাহেদুল ইসলাম চৌধুরী।

তিনি সমাজের বৃত্তবান,ব্যাবসায়ী ও পেশাজীবিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

করোনার বিরুদ্ধে জিততে হলে আমাদের এই উদ্যোগ হয়তো যথেষ্ট নয়। সচেতনতার পাশাপাশি এলাকার হতদরিদ্র মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে মানুষের মুখে হাসি ফুটাতে হবে।

কিন্তু যাদের অর্থ সামর্থ্য যা আছে সবাই যদি এক সঙ্গে এগিয়ে আসেন তাহলে প্রতিরোধ করা সম্ভব।

করোনা প্রতিরোধে কর্মহীন দরিদ্র মানুষের জন্য করোনা ভাইরাস নামক বিপদ মোকাবিলায় সরকারী সহযোগিতার পাশাপাশি এম জাহেদুল ইসলাম চৌধুরী একজন ইউপি সদস্য হিসেবে তাঁর ১ বছরের সম্মানী ভাতা প্রায় এক লক্ষ টাকায় নিত্য প্রয়োজনীয় ভোজ্য খাবার ৪ শত পরিবারে মধ্যে (প্রতি পরিবারে ৩কেজি চাল,১ কেজি মশুর ডাল,২ কেজি আলু)বণ্টন করার ঘোষণা দিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সবাইকেই এক হওয়ার আহ্বান তাঁর,আসুন পুরো দেশকে আমরা একটা পরিবার ভেবে চিন্তা করি এবং এই বিপদে সবাই সবাইকে সহায়তা করি।

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনা মেনে চলুন,সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।সচেতন থাকি,এবং এলাকার মানুষকে সচেতন করি।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা