বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে নিরাপদ দূরত্ব বজায় রাখার চিহৃ এঁকে দিচ্ছে ছাত্রলীগ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৩-২৮ ২৩:৪০:২১  

নিজস্ব প্রতিনিধি:


কক্সবাজারে নিরাপদ দূরত্ব বজায় রাখার চিহৃ দিচ্ছে কক্সবাজার জেলা ছাত্রলীগ


 

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও মোরশেদ হোসাইন তানিমের নির্দেশনায় কক্সবাজার জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মো জাবিদ হাসান জীবনের নেতৃত্বে কক্সবাজার শহরের নিত্য প্রয়োজনীয় দোকানে দোকানে  গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য চিহৃ দিচ্ছে।

এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকেটা করা ও কেনাকাটা শেষে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে যাওয়ার জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা হয়।

এবিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক জাবিদ হাসান জীবন থেকে জানতে চাইলে বলেন,,সারা বিশ্বে  নোভেল করোনা ভাইরাস মহামারী রুপ ধারণ করায় আমাদের বাংলাদেশ ও ইতিমধ্যে সংক্রমিত হচ্ছে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে সরকার নানা পদক্ষেপ গ্রহন কক্সবাজার শহর ইতিমধ্যে লকডাউন হয়ে গেছে তারপরে ও সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে ঠিক এই সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা খুবই জরুরি তাই আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আজ সারাদিন ২০০ টির ও বেশি দোকানে গিয়ে নিরাপদ দূরত্বের দাগ কেটে দিয়েছি ও মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা কামরুল হাসান,জাওয়াদ মামুন,আনিসুর রহমান নিহাল,মোঃরাজিব,মিজান প্রমুখ।

 

পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা