বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিদেশ ফেরত, সর্দি, কাশি, জ্বর ও অসুস্থদের মসজিদে না যেতে ইফা’র অনুরোধ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৩-১৯ ২৩:৫০:০৩  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিদেশ ফেরত, সর্দি, কাশি, জ্বরযুক্ত ও করোনা ভাইরাসের লক্ষণ আছে এমন অসুস্থ ব্যক্তিদের মসজিদে নাযেতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নতুন লোক করোনা ভাইরাস জীবাণুতে আক্রান্ত হচ্ছে। এজন্য জনসমাগম পরিহার, গুজবে কান না দিতে, আতংকিত না হতে, বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রামন থেকে ধর্মপ্রাণ মুসল্লী সহ সমগ্র মানবজাতিকে নিরাপদ, সুরক্ষা ও সতর্ক থাকার লক্ষ্যে বিদেশ ফেরত, সর্দি, কাশি, জ্বরযুক্ত ও করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ আছে এমন অসুস্থদের মসজিদে নাযেতে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

এছাড়া, জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহতায়লার দরবারে ক্ষমা ও দয়া চাইতে এবং করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের খতিব ও ইমাম সাহেবদের প্রতি প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা