বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

“কক্সবাজার জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদ অনুমোদন”

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৩-১৯ ২৩:২৮:৫০  

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী পরিষদ (বিএসএপি) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন এবং সাধারণ সম্পদিক এবিএম নেয়ামত উল্লাহ আগামি এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে কক্সবাজার জেলা বারে শিক্ষানবিশ আইনজীবী হেলাল উদ্দিনকে সভাপতি এবং ওয়াহিদুর রহমান রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির সদস্যা হলেন- সহ-সভাপতি- : সায়ীদ আলমগীর, আব্দুল মালেক সিকদার, পলাশ শর্মা, আশিকুর রহমান, রাশেদুল আবেদীন।

যুগ্ন-সাধারণ সম্পাদক- : ইফতেখাইরুল আলম সাহেল, শহিদুর রহমান,বিপন বড়ুয়া, রিয়াদ বিন ফরিয়াদ, মো: মোস্তফা।

সাংগঠনিক সম্পাদক- ইসমাইল সাজ্জাদ, মারুফ আদনান, ওয়াসিম সিকদার, ছোটন কান্তি শীল,

প্রচার সম্পাদক- মো: পারভেজ, দপ্তর সম্পাদক- এমডি ফখর উদ্দিন সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক- উম্মে ফারহানা জাহান আরজু, অর্থ সম্পাদক- সুলতানা, সামাজিক যোগাযোগ মাধ্যম -শাহ নিয়াজ, সদস্য- : নুরুল আজিম কনক, ইফতেখার উদ্দিন পুতু, আলী আহমদ, সাবেদ জুনায়েদ, মো: মারুফ, আমানুল হক, ফজল কবির, মো: ইসলাম, মকছুদ, সরওয়ার কামাল, মিজানুর রহমান, বিকাশ পাল, নুরুল আবচার।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা