অতিরিক্ত বেতন, ছাত্রছাত্রীদের অসহায়ত্ব

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০

সাউথ এশিয়ান কলেজের অতিরিক্ত ফি ফেরতের দাবিতে আবেদন।


সাউথ এশিয়ান কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দেওয়ার জন্যে উক্ত কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছে আবেদন করে কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

উক্ত কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম সোহাগ বলেন,

আমরা প্রতিবছর কলেজ কতৃপক্ষকে আবেদন করে আসছি শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত কোন ফি আদায় না করার জন্যে।কিন্তু কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীদের কাছ বারবার অতিরিক্ত গলা কাটা ফি আদায় করে যাচ্ছে শিক্ষার্থীদের জিম্মি করে।
অতিরিক্ত ফি গুলোর মধ্যে অন্যতম

ডিজিটাল ফি – ৮০০০*২=১৬০০০ হাজার টাকা। অর্থাৎ উন্নয়ন ফি। চট্টগ্রামের বিভিন্ন কলেজে আন্দোলন হয়ে তা ফেরত দিতে বাধ্য হয়েছে।কিন্তু উক্ত কলেজ তা নিয়েই যাচ্ছে।

সেশন ফি- ৩০০০/- টাকা।অর্থাৎ একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে লাগবে।

অথচ শিক্ষা বোর্ডের নোটিশ আছে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী তে ভর্তি হতে কোন ফি কলেজ নিতে পারবে না।
এছাড়াও রয়েছে নোট- ২০০০হাজার টাকা।

বন্ধের পরে কলেজ খোলার সময়ে শিক্ষার্থীদের কাছ আদায় করা অতিরিক্ত ফি ফেরত না দিলে আন্দোলন করার হুশিয়ারি দেয় বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

আজ  প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন সাজ্জাদুল ইসলাম সোহাগ, ওয়াসিফ মুছা,মিসবাহ উদ্দীন সহ অনেকে এবং শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিল রবিউল ইসলাম, আবিদ, মারুফ প্রমূখ।